মুহাম্মদ তোয়াহার উদ্দিন (স্টাফ রিপোর্টার)
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার গর্বের কন্যা ফাতিমা তাসনীম জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দাপুটে জয় অর্জন করেছেন। তিনি “মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক” পদে ১০ হাজার ৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাত্র ২ হাজার ৪৭০ ভোট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অন্যতম আলোচিত এই নির্বাচনে ফাতিমা জুমার এই জয়কে মহেশখালীসহ কক্সবাজার জুড়ে ব্যাপক আনন্দের সঙ্গে উদযাপন করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর এই জয় নিয়ে চলছে অভিনন্দনের জোয়ার।
নির্বাচনের চিত্রে দেখা যায় ১৯২১ সালে প্রতিষ্ঠিত এই বাংলাদেশের প্রাচীনতম উচ্চ শিক্ষার ধারব ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘। রেকর্ড ভঙ্গকারী ডাকসু নির্বাচনে মোট ২৮টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট শীর্ষ তিনটি পদসহ মোট ২৩টি পদে ভূমিধস জয়লাভ করে। নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণের কারণে প্রধান নির্বাচন কমিশনার একে মডেল নির্বাচন হিসেবে উল্লেখ করেন।
ফাতিমা জুমার এই বিপুল জয় প্রমাণ করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ্য নেতৃত্বকে বেছে নিতে সক্ষম। জয়ের প্রতিক্রিয়া নির্বাচন ফলাফল ঘোষণার পর
এক প্রতিক্রিয়ায় ফাতিমা তাসনীম জুমা বলেন,
“এই বিজয় কেবল আমার ব্যক্তিগত নয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জয়। বিশেষ করে হিজাবি এবং নন-হিজাবি—সব নারী শিক্ষার্থীর জন্য এটি একটি অনুপ্রেরণা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় আমি সর্বদা কাজ করে যাব।”
মহেশখালীর গর্ব ফাতিমা তাসনীম জুমা একমাত্র পাহাড়ি দ্বীপের এক অদম্য মেধাবী শিক্ষার্থী। ছোটবেলা থেকেই তিনি শিক্ষাক্ষেত্রে অসাধারণ সাফল্য দেখিয়েছেন। তাঁর এই বিজয় মহেশখালীর মানুষের জন্য অনন্য গর্বের বিষয়।স্থানীয় বাসিন্দারা জানান, তাঁর এই জয় মহেশখালীর মেয়ে শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।