সোহেল রানা (নওগাঁ প্রতিনিধি) :
নওগাঁর মান্দায় জামায়াত মনোনীত এমপি প্রার্থীর প্রসাদপুর বাজারে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় মান্দা উপজেলার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী প্রসাদপুর বাজারে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত গণসংযোগকালে হিন্দু মুসলমান অন্যান্য জাতি গোষ্ঠীদের মাঝে ব্যাপক সাড়া পান।
গণসংযোগ উত্তর পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির এবং ৪৯ নওগাঁ-৪ ( মান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব। পথসভায় তিনি বলেন লাঙ্গল নৌকা ধানের শীষ দেখা শেষ, এবার দাঁড়িপাল্লার বাংলাদেশ। তরুণদের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। তিনি আরো বলেন, বৈষম্য মুক্ত, চাঁদাবাজি মুক্ত, বেকার মুক্ত, দুর্নীতি মুক্ত দেশ গড়তে ইসলামের কোন বিকল্প নাই। ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরীনের সভাপতি মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ডাঃ মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকীব, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, ৪নং মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেন, শিবির পশ্চিম সভাপতি মাহমুদুল হাসান ও পূর্ব সভাপতি রোমান ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।