মুহাম্মদ তোয়াহার উদ্দিন (স্টাফ রিপোর্টার)
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কক্সবাজার জেলার দপ্তরের দায়িত্বে থাকা সদস্য আবদুল্লাহ আল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন ঘোষিত আংশিক কমিটিতে রাজপথের পরীক্ষিত, জিয়া আদর্শের আদর্শিক নেতা এবং বিশিষ্ট কথাসাহিত্যিক কামরুল হাসান জাস্টিস-কে আহ্বায়ক করা হয়েছে। একইসাথে, সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সফল সাবেক ছাত্র নেতা মিনহাজ উদ্দিন-কে সদস্য সচিব পদে মনোনীত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে সুসংহত করতে এবং চকরিয়া উপজেলায় স্বেচ্ছাসেবক দলের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যেই এ আংশিক কমিটি গঠন করা হয়েছে।
আহ্বায়ক কামরুল হাসান জাস্টিস ও সদস্য সচিব মিনহাজ উদ্দিন বলেন,
“দলের ভাবমূর্তি রক্ষা এবং সাংগঠনিক কাজে দক্ষতার সর্বোচ্চ পরিচয় দিয়ে আমরা চকরিয়া উপজেলাকে শক্তিশালী করতে কাজ করবো। গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা সর্বদা রাজপথে থাকবো।”
এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির প্রতি পূর্ণ আস্থা ও সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন এবং দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সকল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অঙ্গীকার করেন।