মুহাম্মদ হাবিব (চরফ্যাশন উপজেলা প্রতিনিধি) চরফ্যাশনে প্রেমিক হাছানকে আটক করে জোরপূর্বক বিয়ে করেন প্রেমিকা। কিন্তু বিয়ে মেনে না নেয়ায় শশুরের হাতের রগ কেটে দেয়ার অভিযোগ তুলেছে নববধূর বিরুদ্ধে। শশুর হোসেন গুরুতর আহত হয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।জাহান পুর ইউনিয়নের ১নংওয়ার্ডে এ ঘটনা ঘটে। জানাজায় জাহানপুর ইউনিয়নের বাসিন্দা হোসেন মাঝির ছেলে হাছানের সাথে পার্শ্ববর্তী রসুলপুরের বাসিন্দা রুহুল আমিন জমাদারের মেয়ে খাদিজার সাথে তিন বছর পূর্বে ফেসবুকে পরিচয় হয়।সেই সুত্র ধরে তাদের একাধিক বার দেখা হয়েছে। ২০ সেপ্টেম্বর হাছানকে তার বাড়ীতে ঢেকে নিয়ে স্থানীয় প্রভাব শালীদের সাহায্যে জোরপূর্বক বিয়ে করেন খাদিজা। বিয়ের ৫ দিন পর কৌশলে হাছন পালিয়ে যায় এ ঘটনায় মঙ্গলবার রাতে নিরাপত্তা চেয়ে শশীভুষন থানায় সাধারণ ডায়েরি করেন হাছানের বাবা। মামলার অভিযোগের বিষয় জানতে পেয়ে নব বধু হাছানের বাড়িতে আত্মীয়দের নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় ধারালো দা দিয়ে শশুরের হাতের রগ কেটে দেয়। শশীভুষন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারেক হাসান বলেন বিষয়টি আইনগত ব্যবস্থা নেয়া হবে।