সোহেল রানা ( নওগাঁ )প্রতিনিধি।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মান্দা উপজেলা কর্তৃক আয়োজিত মৈনম ইউনিয়নের মৈনম উচ্চ বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মান্দা উপজেলা পূর্ব শাখার সভাপতি মো. রোমান
ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের কেয়ারটেকার, সাহিত্য প্রকাশনা ও এইচআরডি সম্পাদক মো. নাজমুস সাকিব। এবং অর্থ সম্পাদক মো. মানিক
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৈনম ইউনিয়নের সভাপতি মো. জুবায়ের হোসেন।
খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড় ও উপস্থিত দর্শকদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। অতিথিরা খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং যুবসমাজকে সুস্থ ধারার খেলাধুলার মাধ্যমে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।