
সোহেল রানা (নওগাঁ প্রতিনিধি):
নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগ মান্দা উপজেলা শাখার উদ্যোগে এক ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগ মান্দা উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আলমগীর হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আমির ডা. মো. আমিনুল ইসলাম, সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রকীব, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
সম্মেলনে বক্তারা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ গঠনের প্রয়োজনীয়তা, কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যার মাধ্যমে জনগণের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছানো, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় ওলামাদের ভূমিকা এবং তাদের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।