 
																
								
                                    
									
                                 
							
							 
                    
মোঃ মোবারক হোসেন:দীঘিনালা(খাগড়াছড়ি)প্রতিনিধি:
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় আয়োজিত হলো তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ।
সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এ বিতর্ক উৎসব ।
‘সুশিক্ষিত প্রজন্ম গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষাই প্রধান আলো’
এই বিষয় নিয়ে বুদ্ধিবৃত্তিক বিতর্কে অংশ নেয় উপজেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা- দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়, তারাবনিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, উদালবাগান সরকারি উচ্চ বিদ্যালয়,বড়াদম সরকারি উচ্চ বিদ্যালয়,ছোট মেরুং উচ্চ বিদ্যালয় ও বাবুছড়া সরকারি উচ্চ বিদ্যালয় ।
তিন ধাপে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয়—
দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় ও বাবুছড়া সরকারি উচ্চ বিদ্যালয় ৷
তীব্র প্রতিদ্বন্দ্বী যুক্তিতর্কের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হয় দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় এবং সেরা বক্তার সম্মান অর্জন করেন একই বিদ্যালয়ের শিক্ষার্থী তনুশ্রী ভট্টাচার্য ।
প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মাইনুদ্দিন, এবং বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সুমন ও দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম. বদিউজ্জামান ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা থানার কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান ।
অতিথিরা শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্বগুণ ও বাগ্মিতা বিকাশে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান ।
দিনব্যাপী এই তারুণ্যের উৎসব শিক্ষার্থীদের মাঝে নতুন অনুপ্রেরণা ও শিক্ষাঙ্গনে প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা সকলের ।