
মোহঃহাফিজুর রহমান উপজেলা প্রতিনিধি
মধুপুর টাঙ্গাইল
সোমবার ২৭ অক্টোবর দলীয় একটি বার্তায় জানানো হয়,
টাঙ্গাইল-০১( মধুপুর -ধনবাড়ী) আসনের মনোনয়ন কে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং ঐক্যের স্বার্থে সকল স্তরের নেতা-কর্মীদের নিম্নোক্ত বিষয়ে বিশেষভাবে সতর্ক ও সংযত থাকার আহ্বান জানানো হয়।
১) আসন বা প্রার্থী-সংক্রান্ত বিষয়ে দল থেকে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষত ফেসবুক “মনোনয়ন পেয়েছেন”, “গ্রীন সিগন্যাল পেয়েছেন” ইত্যাদি দাবি-সম্বলিত কোনো পোস্ট, স্ট্যাটাস, রিঅ্যাকশন বা মন্তব্য করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়। এবং মনোনয়ন ঘোষণা হওয়ার পর কোনো প্রকার উস্কানিমূলক,অপমানজনক পোস্ট, কমেন্ট করা বিরতি থাকার নির্দেশ প্রদান করা হয়। এমনকি সামনা -সামনি ও নেগেটিভ কিছু বলা যাবে না,যাতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় বা ঐক্যবদ্ধ হওয়ার পথে বাঁধা সৃষ্টি করে এমন কাজ করা যাবে না বলে সতর্ক করা হয় ।
২) এই আসনের সম্ভাব্য কোনো প্রার্থীকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক, অপমানজনক, বা বিদ্বেষমূলক বক্তব্য,পোস্ট, কমেন্ট বা শেয়ার করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।
৩) মনোনয়ন প্রাপ্তীর গুজব বা ধারণার ভিত্তি,তে মিষ্টি বিতরণ, বিজয় মিছিল বা যেকোনো প্রকার উৎসব আয়োজন দলীয় নীতি ও শৃঙ্খলার পরিপন্থী—এ ধরনের কর্মকাণ্ড তৈরি করলে, তাহার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হইবে।
৪)বর্তমানে যে সকল নেতাকর্মী দলীয় পদে আছেন, আপনাদের আশেপাশের লোকজন এবং যারা অন্য প্রার্থীর হয়ে কাজ করে তাদের সাথে সার্বক্ষণিক সৌহার্দ্য যোগাযোগ অব্যাহত রাখুন। দলের সিদ্ধান্ত অনুযায়ী, দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার পরিবেশ তৈরি করুন। পদের অধিকারী নেতারা অন্যদের মূল্যায়ণ না করলে তারা বিপদগামী হতে পারে।
৫) অপরপক্ষের উস্কানিমূলক কোনো বক্তব্যের প্রতিবাদ করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে পরিকল্পনা করে যাতে একটা বিশৃঙ্খলা তৈরি হয়।
৬।ঐক্যবদ্ধ হওয়ার স্বার্থে প্রয়োজনীয় সকল কিছু করতে মানসিকভাবে প্রস্তুতি নিন।
৭।সাধারণ জনগণকে ১০০% বোঝানোর চেষ্টা করুন, আলহাজ্ব ফকীর মাহবুব স্বপন কে নিয়ে অন্য প্রার্থীসহ তার সঙ্গীরা আজে,বাজে ও অশালীন বক্তব্য দিলেও তাদের সাথে কোন তর্কবিতর্ক থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয় ।
৮।মনোনয়ন পাওয়ার পর তা রক্ষা আরও বেশি কঠিন, কারণ ষড়যন্ত্রকারীরা নানা ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।সেই সতর্ক দৃষ্টি রাখতে হবে সেই দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
৯। আরো উল্লেখ থাকে যে উপরোক্ত নির্দেশাবলী অমান্য করে কেউ যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন, তবে দলের সাংগঠনিক বিধি অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
১০। সকল নাগরীকের নিরাপত্তা নিশ্চিত করতে ও
দলীয় ঐক্য, সংহতি ও শৃঙ্খলা রক্ষার্থে সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।
নির্দেশক্রমে,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি,(টাঙ্গাইল ০১ মধুপুর-ধনবাড়ি,সদস্য জাতীয় নির্বাহী কমিটি (বি -এন-পি) আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন
।