
(বাঁশখালী উপজেলা, প্রতিনিধি)
অদ্য ০২.১১.২০২৫ইং রোজ রোববার সন্ধ্যা সাড়ে ৫টা দিকে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয়দের থেকে জানাতে পারি যে,মৃত ব্যাক্তিদের নাম হলো মামুনুর রশীদ। যার বয়স কিনা ৩০। সে কি না বলে একজন অটোরিক্সা চালক।সে কিনা বলে একজন ইয়াবা সেবনকারী।তার দেহটি কি না হুমায়ুন সওদাগরের পরিত্যাক্ত দোকান ভিতর পাওয়া যায়। পুলিশ জানান যে নিহত ব্যাক্তির মাথা ও চেয়ালের নিচে আঘাত দেখা যায়।
স্থানীয়দের থেকে অভিযোগ পাওয়া যায় যে, দুপুরের নাগাদ মোক্তার নামে এক ব্যাক্তি, আরও এক অঙ্গাত ব্যাক্তি সঙ্গে তার কথা কাটাকাটি হয়।আর ও পরে তদন্ত সূত্রে জানতে পারি যে, মোক্তার ও ঐ অঙ্গাত ব্যাক্তি নিহত মামনুর রশীদের নেশারসঙ্গী ছিল।আমাদের কে স্থানীয়রা ধারণা করে জানান যে, পূর্ব পরিকল্পিতভাবে ঐ দুই ব্যাক্তি মামুনুর রশীদকে হত্যা করেছে।
এই বিষয়ে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলাম মহোদয় জানান যে, স্থানীয়রা মৃত মামুনুর রশীদের দেহ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশদেরকে জানায়।সংবাদ পেয়ে রামদাশ মুন্সিহাটের তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনা স্থলে গিয়ে রিপোর্ট তৈরি করে দেহটিকে হেফাজতে নিয়ে নেয়। তিনি আরও জানান যে, ঘটনার পাওয়া পরে আমি সে জায়গায় উপস্থিত ছিলাম।মরাদেহ টি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়া হয়।
পুলিশ জানান যে, ময়নাতদন্তের আগে কোনো কিছু বলা সম্ভব হচ্ছে না।তদন্ত শেষ হলে এই ঘটনার মূল কারণ উঠে আসবে।