
মোঃ হাফিজুর রহমান, (মধুপুর উপজেলা প্রতিনিধি )
এমন ঘটনাটি ঘটে টাঙ্গাইলের মধুপুর
উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের মোমিনবাগ গ্রামে
প্রতিবেশীরা দীর্ঘদিন ধরে পাওয়ার টিলার চলাচলের জন্য রাস্তা চায় ফারুক এর কাছে, ফারুকের পরিবারের লোকজন পায়ে হেঁটে যাতায়াতের রাস্তা দিতে রাজি অল্প পরিমাণের জমিতে পাওয়ার টিলার চলাচলে রাস্তা দিতে রাজি না হওয়ায় এবিষয়ে বিরোধ চলে আসে। এ ব্যাপারে ফারুকের স্ত্রী জানান, গত ২৬ শে অক্টোবর রবিবার বিকালে কৃষক মোঃ ফারুক হোসেন বাড়ীর উত্তর পাশে নিজের জমিতে ভুট্টা চাষ আবাদ করতে গেলে । বিবাদীগন পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে লাঠি-সোঠা, লোহার রড, লোহার সাবল নিয়া বেআইনী জনতাবদ্ধে জমিতে অনধিকার প্রবেশ করিয়া কাজে বাধাঁ প্রদান করে। এবং প্রতিবাদ করিলে বিবাদীগন ক্ষিপ্ত হইয়া এলোপাথারী ভাবে কিল ঘুষি, লাথি মারিয়া ও লাঠি সোঠা দিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলা-ফুলা জখম করে।
এবং ফারুক হোসেনকে এলোপাথারী ভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম এবং দুই পা ভেঙ্গে গুরুতর জখম করে।
ফারুক হোসেনের তার স্ত্রী ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এসে উদ্ধার করিয়া চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়,রোগীর অবস্থা আশঙ্খজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন, বর্তমান চিকিৎসাধীন আছে।
ফারুকের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে মধুপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে জানান।
বিবাদীরা হলেন গ্রামের মোঃ শের আলী দুই ছেলে মোঃ রফিজ (৩৮),মোঃ উজ্জল (২৩), এবং শের আলী ও তার স্ত্রী মোছাঃ রহিমা বেগম (৬০), রফিজের স্ত্রী মোছাঃ সবুজা বেগম (৩৫), ও ছেলে মোঃ শরীফ (১৬),
এ বিষয়ে এলাকার স্থানীয় গ্রামবাসীরা জানান এই অসহায় পরিবারকে বিনা কারনে মারধর করার কারনে আমরা প্রশাসন ও দেশবাসীর কাছে সু বিচার চাই ভবিষ্যতে এরকম ঘটনা যেন আর না ঘটে।
এসময় মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির জানান এই মামলার আসামীরা টাঙ্গাইল কোর্টে গিয়ে আগাম জামিন নিতে যাওয়ায় তারা জেল হাজতে আটক।