
উলিপুর উপজেলা প্রতিনিধিঃ
মোঃ সোলায়মান গনি
কুড়িগ্রামের উলিপুরে উপজেলা সমবায় কর্মকর্তার বিরুদ্ধে নিবন্ধনকৃত সমবায় সমিতিগুলোর কাছ থেকে অর্থ নিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালনের অভিযোগ উঠেছে।
স্থানীয় সমবায় সদস্যদের দাবি, দিবসটি পালনের জন্য সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও ওই কর্মকর্তা সমবায় সমিতিগুলোর কাছ থেকে দুই লাখ টাকারও বেশি অর্থ আদায় করেছেন। এ ঘটনায় উপজেলার সমবায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উলিপুর উপজেলায় মোট ৮১টি নিবন্ধিত কার্যকর সমবায় সমিতি রয়েছে। শনিবার (১ নভেম্বর) ৫৪তম সমবায় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক বলেন,
“সমবায় অফিস থেকে আমাদের জানানো হয়, দিবস উদযাপনের জন্য সহযোগিতা প্রয়োজন। এরপর আমরা সমবায় সমিতিগুলোর পক্ষ থেকে ২ থেকে ৩ হাজার টাকা করে প্রদান করি। প্রায় সব সমিতির কাছ থেকেই টাকা নেয়া হয়েছে। এভাবে মোট প্রায় দুই লাখ টাকার বেশি সংগ্রহ করা হয়।”
তারা আরও অভিযোগ করেন, টাকা না দিলে বিভিন্ন অজুহাতে সমিতির রেজিস্ট্রেশন স্থগিতের হুমকি দেওয়া হয়। শুধু সমবায় দিবস নয়, বছরের অন্যান্য সময়েও নানা অজুহাতে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা কে. এম. মাসুদুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন,
“সমবায় দিবস পালনে সরকারি ভাবে ২০ হাজার টাকা বরাদ্দ ছিল। সেই টাকা দিয়েই পুরো অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। কারও কাছ থেকে টাকা নেয়ার প্রশ্নই আসে না।”
অন্যদিকে কুড়িগ্রাম জেলা সমবায় কর্মকর্তা আতিকুর রহমান বলেন,
“সমবায় দিবস উপলক্ষে সমিতির কাছ থেকে টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। কেউ যদি টাকা নিয়ে থাকে, তা অনুচিত কাজ। বিষয়টি যাচাই করা হবে।”
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন,
“আমি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। সমবায় সমিতিগুলোর কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি আমার জানা নেই। এটি অনিয়ম। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”