
প্রতিবেদক: মাহফুজুর রহমান,গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ছাত্র রাজনীতি দিয়ে পথচলা শুরু করা সেলিমুজ্জামান সেলিম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রথম যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং বর্তমানে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক।
১৯৯৮ সাল থেকে তিনি গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুরে বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন। এর আগে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে এই আসন থেকে প্রার্থী ছিলেন তিনি।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় সেলিমুজ্জামান সেলিম বলেন,
“গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি হলেও এখানকার মানুষ এখন পরিবর্তন চায়। আমি গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে জনগণের পাশে থাকতে চাই।”
মনোনয়ন ঘোষণার পর গোপালগঞ্জ বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। তারা বলেন, সেলিমুজ্জামান সেলিম একজন সৎ ও সাহসী রাজনীতিক, যিনি সবসময় দলের দুঃসময়ে পাশে থেকেছেন।
এদিকে মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া তাকে অভিনন্দন জানিয়েছেন।