
মোঃ সাজেদুর রহমান পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় দিন-দুপুরে তালা ভেঙ্গে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি সংগঠিত হয়েছে ।
জানা যায় ৪ নভেম্বর উপজেলার নজিপুর ইউনিয়নের বাবনাবাজ গ্রামের ব্যবসায়ী সাইকেল মেকার মোঃ খয়রুল ইসলামের বাড়িতে দিন -দুপুরে মেইন দরজার তালা ভেঙ্গে নগদ টাকা স্বর্ণালংকার হাতের চুরি কানের ফুল সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
ব্যবসায়ী খয়রুল ইসলাম বলেন, ‘সকালে ব্যবসার উদ্দেশ্যে নজিপুর দোকানে চলে যাই। আমার স্ত্রী বাড়ীতে তালা দিয়ে পাশে আমার ভাইয়ের বাড়িতে বাড়িতে যায়। প্রায় ১ ঘণ্টা পর বাড়িতে এসে দেখে মেইন দরজার তালা ভাঙা ঘরের জিনিসপত্র তছনছ আলমারি ভেঙ্গে নগদ ২০,০০০/- টাকা একটি স্মার্ট ফোন আমার স্ত্রীর গহনা হাতের চুড়ি,কানের দুল সহ অন্যান্য মুল্যবান জিনিসপত্র সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় খাইরুল ইসলাম পত্নীতলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।