
স্টাফ রিপোর্টার মৌলভীবাজার
শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক শিক্ষার্থী সমাবেশ।
বুধবার (৫ নভেম্বর) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর সোহেল রহমান। এসময় উপস্থিত ছিলেন “নিরাপদ সড়ক চাই” শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ আমজাদ হোসেন রনি, সহ সভাপতি গোলাম রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ খান, দপ্তর সম্পাদক দুলু মিয়া, সদস্য মো আলমগীর প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে ছাত্রছাত্রীদের মাঝে নিরাপদ চলাচল ও সচেতনতা বৃদ্ধির নানা দিক তুলে ধরা হয়। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রত্যেকেরই সচেতন হওয়া জরুরি। শিক্ষার্থীরা পরিবার ও সমাজে সড়ক নিরাপত্তার দূত হয়ে কাজ করতে পারে।