
মোঃ সাজেদুর রহমান,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলা উপজেলা নজিপুরের কৃতি সন্তান আফরোজা আক্তার (স্নিগ্ধা) সাতক্ষীরার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক হিসাবে পদায়ন পেয়েছেন।
তিনি ২৮তম বিসিএস এর প্রশাসন ক্যাডারের একজন দক্ষ কর্মকর্তা। সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সহ সরকারের বিভিন্ন দফতরের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি পাবনায় ভূমি ও রেকর্ড অধিদপ্তরে সেটেলমেন্ট অফিসার হিসাবে কর্মরত ছিলেন।
শনিবার (৮ নভেম্বর) দিবাগত মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি হয়।
আফরোজা আক্তার নজিপুরের মাদ্রাসা পাড়ার আলহাজ্ব আমজাদ হোসেনের মেয়ে। আফরোজ মা-বাবা র প্রথম সন্তান,
তাঁর একমাত্র ছোট ভাই আরিফ হোসেন সেনাবাহিনীর অফিসার পদে কর্মরত।