
মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গল কালিঘাট চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭০ জন রোগীকে সেবা প্রদান করেন ২ জনের ছানি অপারেশন।
১১ নভেম্বর ২০২৫ ইং মানবতার কল্যাণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে শ্রীমঙ্গলের সততা সমাজকল্যাণ সংস্থা।
সংস্থার উদ্যোগে ও ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, কুলাউড়া শাখার সহযোগিতায় ১১ নভেম্বর ২০২৫ ইং ( মঙ্গলবার ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প।
ক্যাম্পটি অনুষ্ঠিত কালিঘাট চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক, সমাজসেবক, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
২৭০ জন রোগীকে সেবা, ২জন ছানি রোগী চিহ্নিত।
আয়োজিত এই চিকিৎসা শিবিরে মোট ২৭০ জন হতদরিদ্র নারী-পুরুষ ও ছাত্র ছাত্রীকে চোখের পাওয়ার পরিক্ষা চিকিৎসা সেবা গ্রহণ করেন।
২ জন রোগীকে ছানি অপারেশনের জন্য চিহ্নিত করা হয়।
২ জন রোগীকে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, কুলাউড়া শাখায় নেওয়া হয়েছে অপারেশনের জন্য।
বাকি ৩০ জন রোগীর রক্তচাপ ডায়াবেটিসের সমস্যা থাকায় তাদেরকে পরবর্তী ক্যাম্পে অপারেশন করানো হবে বলে জানা গেছে।
এ সময় ইস্পাহানী হাসপাতালের দক্ষ চক্ষু বিশেষজ্ঞরা উপস্থিত থেকে রোগীদের চোখ পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
মানুষের মুখে স্বস্তির হাসি
শত শত মানুষের চোখে আশার আলো ফিরিয়ে দিয়েছে সততা সমাজকল্যাণ সংস্থার এই উদ্যোগ।
উপস্থিত অতিথি ও প্রশংসা
ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সততা সমাজকল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবকবৃন্দ —
আহাজারুল ইসলাম অনিক, মোঃ ছায়েদ আলী, ইয়াসিন, আব্দুল, মীর মাহিয়া মাহি, জাকির আরও উপস্থিত ছিলেন কালিঘাট বিদ্যালয়ের শিক্ষক পরিতোষ।
এই উদ্যোগের উচ্চ প্রশংসা করে বলেন, “এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলে। সততা সমাজকল্যাণ সংস্থার এই উদ্যোগ সমাজে মানবতার বন্ধন আরও দৃঢ় করবে।”
সংস্থার কৃতজ্ঞতা প্রকাশ
সততা সমাজকল্যাণ সংস্থা ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, কুলাউড়া শাখাকে বিশেষ ধন্যবাদ জানায়।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়— “মানবতার কল্যাণে ভবিষ্যতেও আমরা আরও বৃহৎ পরিসরে বিভিন্ন জেলায় বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাবো।”
একদিকে যেমন অসহায় মানুষের চিকিৎসা পাওয়া সহজ হয়েছে, অন্যদিকে সমাজকল্যাণমূলক উদ্যোগের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও গভীর হয়েছে।
সততা সমাজকল্যাণ সংস্থার এই কর্মসূচি প্রমাণ করেছে— সততা আমাদের শক্তি সততা আমাদের বল, মানবতার সেবাই সর্বোত্তম ধর্ম।