ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার): শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর/সংস্থার বিভিন্ন মামলার পরবর্তী করণীয় ঠিক করতে আগামী ১৮/১১/২০২৪ ইং তারিখ দুপুর ১২:৩০ ঘটিকায় এক সভা অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্রে আজ ১৭/১১/২০২৪ ইং তারিখ এ তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের এর সভাপতিত্বে এ বিভাগের সম্মেলন কক্ষ তথা ০৬ নং ভবনের ১৮১৫ নং কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিভিন্ন দপ্তর/সংস্থার চলমান রিট মামলা, প্রশাসনিক ট্রাইবুনাল মামলা, কনটেম্পট মামলা সমূহের হালনাগাদ তথ্যাদি, জরুরী মামলার বিষয়ে করণীয়, মামলা সমূহ দ্রুত নিষ্পত্তি এবং ‘স্মার্ট কেইস ম্যানেজমেন্ট সিস্টেম’ এ মামলার তথ্যাদি এন্ট্রিকরণের বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
উক্ত অনুষ্ঠিতব্য সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সকল অনুবিভাগ প্রধান, দপ্তর প্রধান, সংস্থা প্রধান, মামলা পরিচালনা/তদারকি কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণকে রিট মামলা, প্রশাসনিক ট্রাইবুনাল মামলা ও কনটেম্পট মামলা সমূহের হালনাগাদ তথ্যাদিসহ সভায় অংশগ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।