
মোঃ রায়হান মিয়া,কচুয়া চাঁদপুর প্রতিনিধি
কচুয়া উপজেলার কড়াইয়া ইউনিয়নের ১৪৭ নং চাঁদপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিশাল ডোবা ও বিদ্যালয়ের মাঠে বড় বড় গর্ত এবং একাডেমিক ভবন জরাজীর্ণ অবস্থার কারণে শিক্ষক ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ডোবার পানি ও বিদ্যালয়ের মাঠে বড় বড় গর্ত থাকায় প্রাত্যহিক সমাবেশ, খেলাধুলা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না।
এ বিদ্যালয়টি চাঁদপুর গ্রামের হাজী বাড়ির আব্দুল বারী, চাঁদ মিয়া, বিল্লাল হোসেন,আ: রব,আলী আশ্রাফ,ছায়েদ আলীগং ৩৩ শতাংশ জমি বিদ্যালয় দান করলে অজয় পাড়া গ্রামে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের জন্য আলী মিয়া মাস্টার ১৯৯১ সালে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১শত জন এবং শিক্ষক ৬ জন। নিয়মিত উপস্থিতি ৯০% এর বেশি, তবে মাঠে গর্তের কারণে ছাত্রছাত্রীরা খেলাধুলা করতে পারছে না, পর্যাপ্ত পরিমান শ্রেণির অভাবে একই রুমে পার্টিশন দিয়ে দুই শ্রেনীর ঝুঁকি নিয়ে ক্লাস নিতে হচ্ছে। এছাড়া বিদ্যালয়ে যাওয়ার মতো নেই কোনো পাকা অথাবা মাটির রাস্তা। মানুষের বাড়ির ভিতরে দিয়ে যেতে হয় বিদ্যালয়।
খেলাধুলার মাঠ না থাকায় এতে করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণেও তারা পিছিয়ে যাচ্ছে।
বিদ্যালয়ের অভিভাবক সোহাগসহ অন্যান্যরা বলেন, আমাদের ছেলেমেয়েরা মাঠের অভাবে ঠিক মতো খেলাধুলা ও ভবন না থাকায় ক্লাস করতে হিমসিম খেতে হচ্ছে। শিশু শিক্ষার্থীরা খেলতে গিয়ে বারবার মাঠের গর্তে পড়ে গিয়ে হাত পায়ে ব্যাথা পায়। আমরা গ্রামবাসী দ্রুত পরিত্রাণ পেতে চাই।
প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক বলেন, আমাদের বিদ্যালয় মাঠ না থাকায় স্কুলের বারান্দায় প্রাত্যহিক সমাবেশের সকল কার্যক্রম করাতে হচ্ছে। ছাত্রছাত্রীদেরকে খেলাধুলা করাতে পারছি না। বিভিন্ন প্রতিযোগিতায় খেলাধুলায় অংশগ্রহণে পিছিয়ে পড়ছে। তাছাড়া বিদ্যালয়ে নেই কোনো ওয়াশব্লক এবং ভবনটিও জরাজীর্ণ তাই আমরা আশা করছি প্রশাসন আমাদের এই বিদ্যালয়ের মাঠ ভরাট, ওয়াশব্লক এবং জরাজীর্ণ ভবনটিওর জন্য দৃষ্টি দিবেন।
উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার নাসরিন আক্তার বলেন , বিদ্যালয়ে মাঠ সমস্যা রয়েছে। এসব বিদ্যালয়ের মাঠগুলো সংস্কার করে খেলার উপযোগী করলে শিক্ষার্থীরা উপকৃত হতো। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক বিকাশ ঘটতো। এছাড়া রাস্তা না থাকায় বিদ্যালয়ে পরিদর্শন করতে ব্যাঘাত ঘটছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহীনা আক্তার বলেন, বিদ্যালয়ের মাঠ ভরাট ও ভবনের বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ