1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কমলগঞ্জে নজরানা ট্রাস্টের সার্বিক সহযোগিতায় ও বন্ধনের উদ্যোগে “ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

মোঃ আব্দুস সালাম, কমলগঞ্জ, মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে নজরানা শিক্ষা ও স্বাস্থ্য কল্যাণ ট্রাস্টের সার্বিক সহযোগিতায় ও বন্ধনের উদ্যোগে “ফ্রি চক্ষু শিবির–২০২৫” অনুষ্ঠিত হয়েছে। চক্ষু শিবিরে এলাকার শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের সভাপতি জনাবা রেহেনা বেগম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আহমদ সিরাজ (লেখক ও গবেষক), জনাব আহসান কবির চৌধুরী রিপন (সিনিয়র অফিসার জনতা ব্যাংক), ডা. তানভীর আহমদ (এমবিবিএস ) সাংবাদিক
মোঃ আব্দুস সালাম, সভাপতি নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখা।জনাব তারেকুল ইসলাম পাটোয়ারী (সভাপতি, বন্ধন একটি সমাজ সেবামূলক সংগঠন)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মাওলানা মো. আলাউদ্দিন।(ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা)

চক্ষু ব্যাধির বিভিন্ন বিভাগে চিকিৎসা সেবা প্রদান করেন অভিজ্ঞ চক্ষু ডা. মোজাহের হোসেন। চিকিৎসা সহযোগিতায় ছিল মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল

দিনব্যাপী এ শিবিরে ৩০০ জন রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ এবং চশমা প্রদান করা হয়। পাশাপাশি ৩২ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়,আগামীকালের মধ্যেই অপারেশন কার্যক্রম সম্পন্ন হবে বলে জানা যায়।

চক্ষু শিবির সফল করতে বন্ধন সমাজ সেবামূলক সংগঠন সক্রিয় ভূমিকা পালন করে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, অর্থ সম্পাদক ইফতেখার আহমদ, সদস্য মানিক মিয়া, আব্দুল্লাহ আল সাদী, রুমন মিয়া, ইকবাল হোসাইন, এবং উপদেষ্টা সৈয়দ শাহী, আজিজুর রহমান, সালেহ আহমদ প্রমুখ।

বন্ধনের সভাপতি তারেকুল ইসলাম পাটোয়ারী জানান, বন্ধন নিয়মিতই সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষ এবং সমাজের সর্বস্তরের মানুষের জন্য কাজ করে যাচ্ছে, অসহায় মানুষের সেবায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট