
মোঃ রায়হান মিয়া, কচুয়া চাঁদপুর প্রতিনিধি।।
মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) বিকেলে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী কচুয়া পৌরসভার সুবিদপুর, কুটিয়া লক্ষীপুর এবং করইশ গ্রামের রাস্তাঘাট, ড্রেন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন।
ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী পরিদর্শনের সময় বিভিন্ন উন্নয়নমূলক কাজ ঘুরে দেখেন। তিনি পরিদর্শন কালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সকল কাজের খোঁজ খবর নেন। পৌরসভার উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে ইউএনও ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে গুণগতমান বজায় রেখে কাজ সম্পন্ন করা নির্দেশ দেন।
পরিদর্শন কালে পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী জসীম উদ্দীন, কার্য সহকারি ইউসুফ ভূঁইয়া ও ইঞ্জিনিয়ার শাকিল মুন্সিসহ সংশ্লিষ্ট কাজের ঠিকাদার ও এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।