
মোঃ আব্দুস সালাম কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলার দক্ষিণ অঞ্চল উচ্চ শিক্ষার প্রসার ও এলাকার শিক্ষা উন্নয়নে আদমপুর ইউনাইটেড কলেজ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।আজ মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকাল সাড়ে এগারোটায় আদমপুর নৈনারপার-ধলাই সড়ক সংলগ্ন প্রস্তাবিত কলেজ প্রাংগনে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়। কমলগঞ্জে আদমপুর ইউনাইটেড কলেজে কলেজের ভূমি দাতা মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশন চেয়ারম্যান, নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা শিক্ষা অনুরাগী দানশীল ব্যক্তিত্ব আদমপুর ইউনাইটেড কলেজে সর্বপ্রথম স্বপ্নদ্রষ্টা কলেজ বাস্তবায়ন কমিটির আহবায়ক এম এ আহাদ।যিনি কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন সামাজিক কাজ মসজিদ, মাদ্রাসা, গরীব অসহায় লোক দের সব সময় সহযোগিতা করে আসছেনমরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশন এর মাধ্যমে।
উচ্চশিক্ষা প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠিত আদমপুর ইউনাইটেড কলেজ ভবিষ্যতে কমলগঞ্জের আদমপুর, ইসলামপুর,আলীনগর ও মাধবপুর এ চার ইউনিয়নসহ চা বাগানের শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য ও মানসম্মত শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন কলেজে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ভূমিদাতা এম. এ. আহাদ। তিনি জানান ,“শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। এই অঞ্চলের তরুণ প্রজন্মকে শিক্ষিত ও আলোকিত করে গড়ে তুলতেই আদমপুর ইউনাইটেড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের এই ভিত্তিপ্রস্তর স্থাপন সেই স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ।”কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. রাহেল মিয়া বলেন, “এই কলেজটি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি হবে মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক অগ্রগতির কেন্দ্রবিন্দু। এখান থেকে শিক্ষার্থীরা জ্ঞান, নৈতিকতা ও নেতৃত্বের শিক্ষা লাভ করবে।”
উল্লেখ্য, আদমপুর ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে আদমপুর–ইসলামপুরের যুক্তরাজ্যভিত্তিক সংগঠন আদমপুর হেল্পিং হ্যান্ড যুক্তরাজ্য ও বাংলাদেশের উদ্যোক্তা বৃন্দ।
কলেজের ভূমি দাতা ছোট ভাই নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম বলেন “দীর্ঘদিন ধরে আদমপুর–ইসলামপুরবাসীর প্রাণের দাবি ছিল একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। সকল প্রতিকূলতা অতিক্রম করে আজ আমরা সেই স্বপ্নের শুভ সূচনা করতে পেরেছি। এই কলেজ প্রতিষ্ঠিত হলে শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছাবে, মানবিক ও দক্ষ নাগরিক গড়ে উঠবে এবং সমগ্র অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদমপুর ইউনাইটেড কলেজ এর আহ্বায় কমিটির সদস্যবৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ।