
মোঃ জসিম উদ্দিন সেনবাগী রিপোর্টার, স্বাধীন সূর্যোদয় সেনবাগ উপজেলা প্রতিদিন
নোয়াখালী জেলার সেনবাগ থানার অন্তরগত ৮ নং বিজবাগ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে গত ২৯ ডিসেম্বর ২০২৫ ইং রোজ সোমবার রাতে ঐতিহ্যবাহী পূর্ব বিজবাগ নূরীয়া নূরানী মাদ্রাসার সামনে পাশাপাশি ২ টি দোকানে রাতের অন্দকারে আগুন লেগে যায়, স্থানীয় লোকজন বিষয়টি জানার সাথে সাথে আগুন নিভাতে এগিয়ে আসে. এবং দোকান দুইটির মালিকদের কে খবর পাঠাই, তখন সকলের সহযোগিতায় আগুন নিভাতে চেষ্টা চলে, কিন্তু দোকানের একটি মালামাল ও রক্ষা করতে পারেনি. দুইটি দোকানই আগুনে পুড়ে জলে শেষ হয়ে যায়,
সাংবাদিক মোঃ জসিম উদ্দিন সেনবাগী ঘটনা স্থল পরিদর্শনে গেলে দোকান দুইটির মালিক পক্ষ জানায় তাদের দোকানে টিভি পিরিজ সহ প্রায় ২০ লাক টাকার মালামাল দোকানে ছিলো, যা আগুনে জলে পুড়ে শেষ হয়ে যায়. আর এতে তারা নিষশ্য হয়ে যায়।
স্থানীয় জনসাধারণ জানাই, দুইটি দোকান এক সাথে কিভাবে আগুন লাগে তা কারো বুঝে আসছে না. তারা বলে এই বিষয়টি ভালোভাবে ক্ষতিয়ে দেখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। এতে স্থানীয় লোকজন খুবই মর্মাহত, আর তারা দোকান দুইটির মালিকদের কে সহযোগিতা করার জন্য, সরকারের এবং সকলের সহযোগিতা কামনা করছে।