1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

লালমনিরহাটে ০৩ টি আসনে ০৫ জনের মনোনয়ন বাতিল, অপেক্ষমাণ ০২

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

মোঃ আব্দুর রশিদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি।


লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনে দাখিল করা ২৭টি মনোনয়নপত্রের মধ্যে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
এছাড়া সামান্য ত্রুটির কারণে আরও দুইজন প্রার্থীর মনোনয়নপত্র আপাতত অপেক্ষমাণ রাখা হয়েছে।
শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও শুনানি শেষে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পাঁচটি উপজেলা ও দুটি পৌরসভা নিয়ে গঠিত লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ২৭ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই কার্যক্রমে প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে শুনানি গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তা।
শুনানি শেষে তিনটি আসনের মোট পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
একই সঙ্গে সামান্য ত্রুটি থাকায় লালমনিরহাট-০৩ (সদর) আসনে এবি পার্টির প্রার্থী ফিরোজ কবির এবং লালমনিরহাট-১ আসনে লেবার পার্টির প্রার্থী শুভ আহমেদের মনোনয়নপত্র অপেক্ষমাণ রাখা হয়েছে।
শুনানিতে লালমনিরহাট-০১ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী, তুরস্কপ্রবাসী শিহাব আহমেদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
তার দাখিলকৃত এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম, ডাঃ আবু সামা এবং খেলাফত মজলিশের প্রার্থী আবুল কাসেমের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।
এছাড়া লালমনিরহাট-০২ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
এদিকে, সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির লালমনিরহাট-০১ আসনের প্রার্থী মশিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। লালমনিরহাট-০২ আসনে জনতার দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, লালমনিরহাট-০৩ আসনে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এবং জামায়েতে ইসলামীর এ্যাডঃ আবু তাহেরের মনোনয়নপত্রও বৈধতা পেয়েছে।
রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার জানান, যাচাই-বাছাই শেষে পাঁচটি মনোনয়ন বাতিল এবং দুটি মনোনয়ন সামান্য ত্রুটির কারণে অপেক্ষমাণ রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন করা হলে ওই দুটি মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট