
মোঃ কামরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও ভেজাল খাদ্য বিক্রির দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ জানুয়ারি ২০২৬) বিকেলে সিরাজগঞ্জ শহরে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ কার্যক্রম পরিচালনা করেন।
অভিযানে সিরাজগঞ্জ শহরের ভাই ভাই আমের আড়ত, স্মরণ ট্রেডার্স, মানিকদত্ত গুড় ভান্ডার, জলিল হোটেল ও ফুডকেয়ার প্লাস রেস্টুরেন্টকে মোট ১ লাখ ৭৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে এ জরিমানা করা হয়। তিনি আরও জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।