
ইব্রাহিম হাওলাদার বিশেষ প্রতিনিধি:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জ কর্তৃক আয়োজিত মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: হাবীবুল্লাহ, পুলিশ সুপার, গোপালগঞ্জ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জ এর সহকারী পরিচালক জনাব মোহাম্মদ নবী নেওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রোগ্রামে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দলসমূহের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।