1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

হাতিয়ায় ব্রিজ নির্মাণের সয়েল টেস্টে মাটির নিচ থেকে গ্যাস নির্গমন, এলাকায় চাঞ্চল্য

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ মামুন উদ্দিন (অনলাইন রিপোর্টার)


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি ব্রিজ নির্মাণের পূর্বপ্রস্তুতি হিসেবে মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) করতে গিয়ে মাটির নিচ থেকে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় আপাতত গ্যাস নির্গমন বন্ধ করে রাখা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ভৈরব বাজারসংলগ্ন একটি খালের পাড়ে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বব্যাংকের অর্থায়নে হেলফ প্রকল্পের আওতায় ৪৫ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মাণের কাজ পেয়েছেন ঠিকাদার সাইফুল ইসলাম শেখ। ব্রিজ নির্মাণকাজটি তদারকি করছে হাতিয়া উপজেলা এলজিইডি। নির্মাণকাজের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ওই স্থানে প্রায় ১১২ ফুট গভীরে মাটি পরীক্ষা সম্পন্ন করেন ঠিকাদারের শ্রমিকরা।

কাজ শেষ করে শ্রমিকরা স্থান ত্যাগ করার পর পরদিন শুক্রবার বিকেলে হঠাৎ ওই স্থানে মাটির নিচ থেকে গ্যাস নির্গত হতে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাসের উপস্থিতি নিশ্চিত করতে স্থানীয়রা আগুন ধরালে সেখানে আগুন জ্বলে ওঠে। খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।

স্থানীয় বাসিন্দা বাপ্পি বলেন, “কীভাবে বা কেন গ্যাস বের হচ্ছে আমরা বুঝতে পারছি না। নিজের চোখে আগুন জ্বলতে দেখেছি। যদি এটি প্রাকৃতিক গ্যাস হয়, তাহলে অবশ্যই বিষয়টি পরীক্ষা করা দরকার।

হাতিয়া উপজেলা প্রকৌশলী এমদাদুল হক গ্যাস নির্গমনের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি জানার পর আপাতত গ্যাস নির্গমন বন্ধ করে রাখা হয়েছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে বিষয়টি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-কে জানানো হবে।

এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, ঘটনাটির কথা শুনেছি। তবে এখনো ঘটনাস্থল পরিদর্শন করা হয়নি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট