1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মণিরামপুরে আচরণ বিধি লঙ্ঘনে ৪ প্রার্থীর ৩০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

মণিরামপুর প্রতিনিধিঃ


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মণিরামপুর উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের অপরাধে বিভিন্ন ধারায় ২৯ জানুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপী ৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে যশোর-৫ আসনের বিভিন্ন প্রার্থীর প্রতিনিধিদের মোট ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেছে বলে জানা গেছে।

‎তথ্যমতে,বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টায় শ্যামকুড় ইউনিয়ন পরিষদের প্রবেশপথে নির্বাচনী প্রচারণার ব্যানার ঝুলিয়ে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ধারা ৭(গ) ভঙ্গের অপরাধে কলস মার্কার স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধিকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা ও গাছে নির্বাচনী প্রচারণা সামগ্রী ঝোলানোর অপরাধে একই ধারায় ধানের শীষ, হাতপাখা এবং লাঙ্গল মার্কার প্রার্থীর প্রতিনিধিকে শ্যামকুড় ও চালুয়াহাটি ইউনিয়নে পরিচালিত ৩টি পৃথক মোবাইল কোর্টে মোট ১৫,০০০ (পনের হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ টিম।
‎এছাড়া একই দিনে শ্যামকুড ইউনিয়নের চিনেটোলা বাজারে নির্বাচনী প্রচারণায় আলোকসজ্জা ব্যবহারে আচরণ বিধিমালা ২০২৫-এর ১৩(গ) ভঙ্গের অপরাধে ধানের শীষের প্রার্থীর প্রতিনিধিকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত এ ৫টি অভিযান পরিচালনা করেন মণিরামপুর সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন ও যশোর জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাওমীদ হাসান। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন মণিরামপুর থানা এবং অস্থায়ী ক্যাম্পে অবস্থানকারী বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট