এম এ বাতেন জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
কিশোরগঞ্জের ভৈরবে এক যুবকের ছুরিকাঘাতে হারুনুর অর রশিদ (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের শম্ভুপুর রেলক্রসিং সংলগ্ন এলাকায় রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হারুনুর অর রশিদ উপজেলার শম্ভুপুর এলাকার মৃত গিয়াস উদ্দিন ছেলে। তিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় হারুনুর অর রশিদ শম্ভুপুর রেল ক্রসিংয়ের কাছে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় তাঁর এলাকার কফিল উদ্দিনের ছেলে জসিম উদ্দিন নেশাগ্রস্ত অবস্থায় এসে তুচ্ছ বিষয় নিয়ে তাঁর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে জসিম উদ্দিন হারুন অর রশিদকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভৈরব হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান জানান, নিহতের বুকে ধারালো অস্ত্রের গুরুতর আঘাত ছিল। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহিন মিয়া। ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের জন্য অভিযান চলছে।