মোঃমাকসুদ আলম ( লালমোহন উপজেলা প্রতিনিধি) : ভোলার লালমোহনে পরিবেশ দূষণ ঠেকাতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। ভোলা পরিবেশ অধিদপ্তরের নির্দেশনায় ভোলা জেলা প্রশাসক ভোলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তারই ধারাবাহিকতায় আজ লালমোহনে বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ দূষণ ও কার্বণ নির্ষরণ কমানোর জন্য পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করতে অভিযানটি পরিচালনা করেন লালমোহন উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এহসানুল হক হিমেল।লালমোহন বাজারে জনতা ব্যাংকের সামনে এক দোকানদারকে নিষিদ্ধ ঘোষণা করা পলিথিন ব্যাগ ব্যাবহার করার অভিযোগে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া লালমোহনের বিভিন্ন স্থানে পল্ট্রিও লেয়ার মুরগির খামারে অভিযান চালায়ি পরিবেশ দূষণের অভিযোগে জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক হিমেল বলেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বসবাস যোগ্য পরিবেশ দিতে হলে সবাই সবার জায়গা থেকে সচেতন হয়ে পরিবেশ দূষণ বন্ধ করতে হবে।