মুহাম্মদ হাবিব (চরফ্যাশন উপজেলা প্রতিনিধি)
আজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চরফ্যাশন সরকারি কলেজ শাখার পক্ষ থেকে নব-নিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ উল্যাহ স্বপন স্যারকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান। বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে বিগত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের এক যৌথ বিবৃতির উদ্বেগের কথা জানান। এ সময় শিক্ষার্থীদেরকে তৃতীয় কোনো পক্ষের ইন্ধন ও উসকানির ফাঁদে পা দিয়ে ষড়যন্ত্রের শিকার না হওয়ার জন্য আহ্বান জানান।