রাইসুল ইসলাম, স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ীতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্বরণ সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে শহীদদের স্মরণে স্বরণ ও আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আকন্দ, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা প্রকল্প কর্মকর্তা শওকত জামিল, সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গাীর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারন শিক্ষার্থী সাবের হাসান বিপুল, হাবিবুর রহমান শেখ, নিহত রবিউল ইসলামের বড় ভাই আবুল হোসেন, শহীদ পরিবারের পক্ষ থেকে মেহেদী হাসান প্রমুখ। আলোচনা সভা শেষে আহত রুবেল মিয়া, মিনহাজ, শহীদ রবিউল ইসলাম, ফজলে রাব্বী, মোখলেছুর রহমান এর পরিবারের নিকট চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। অন্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক, শিক্ষা কর্মকর্তা শায়লা নাজনীন, সরিষাবাড়ী থানার এস আই রফিকুল ইসলাম, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।