মুহাম্মদ হাবিব (চরফ্যাশন উপজেলা প্রতিনিধি) ভোলা জেলা চরফ্যাশন উপজেলায় বেতুয়া ইলিশ ঘাটের কাছেই বাবার মাছ ধরার সঙ্গী হিসেবে ১০ বছরের শিশু শরিফ। দেশের অন্যান্য জেলাগুলো যে মুহূর্তে শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে, ঠিক সে সময় মেঘনার জোয়ার ভাটায় জাল ফেলে শিশু শ্রমে হারিয়ে যাচ্ছে শিশুদের শিক্ষা জীবন। চরফ্যাশন উপজেলার তিন ভাগ এলাকাই নদী বেষ্টিত ৮০ ভাগ মানুষের পেশা মৎস্য শিকার। সদরের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ কোনোরকমে জোড়াতালির পড়ালেখা চললেও উপকূলীয় এলাকা বেড়ীবাঁধ মৎস্য পল্লীগুলো শিক্ষার আলো জ্বলছেনা বললেই চলে।বিশেষ করে এখানকার শিশুরা স্কুল বিমুখ হয়ে পরিবারের উন্নতির আশায় খাল নদী সাগরে মাছ ধরতে নেমে পরে। সরেজমিনে, উপজেলার উপকূলীয় চরমাদ্রাজ, আছলাপুর,সাম রাজ,চরফকিরা সহ উপকূল বেড়ীবাঁধ এলাকার জেলে পল্লীগুলোতে দেখা যায় প্রতিনিয়ত অনিশ্চয়তার বিবর্তন হয়ে ওঠে হাজারো শিশুর শৈশব। এবিষয় বেতুয়ার জেলে কাসেম মাঝি (৪০)বলেন আর্থিক অভাব অনাটনের কারণে তাদের পোলাপাইন পড়াইতে পারছেনা,তার মতে সেচ্ছাসেবী সংস্থা ও প্রশাসন এগিয়ে আসলে আগামীতে অন্যদের মতো তাদের সন্তান লেখাপড়ার সুযোগ পাবে।