মোঃশফিকুল ইসলাম তুহিন বান্দরবান প্রতিনিধি
লামা (বান্দরবান), জুলাই ২০২৫: লামায় শহীদ ওয়াসিম স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের শহীদদের স্মরণে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য থোয়াইনু অং চৌধুরী। তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ধারার পথে উৎসাহিত করার আহ্বান জানান।
স্থানীয় ক্রীড়াপ্রেমী জনতা প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন। খেলায় অংশ নেয় লামা এলাকার বিভিন্ন দলের ফুটবলাররা। আয়োজক কমিটি জানায়, আগামী দিনেও শহীদদের স্মরণে এ ধরনের খেলাধুলার আয়োজন অব্যাহত থাকবে।