মুহাম্মাদ রাকিব, পটুয়াখালী প্রতিনিধি
“এই সমাজ ভাঙতে হবে, দ্বীনের বিজয় আনতে হবে” প্রতিপাদ্য কে সামনে রেখে পটুয়াখালী জেলা যুব খেলাফত মজলিসের তা’লীমী মজলিস অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী শহরের কলাতলা বাজার সংলগ্ন মারকাযুল উলুম আল ইসলামিয়া মাদরাসা কমপ্লেক্স এ আসরের নামাজের পর এ মজলিস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ যুব খেলাফত মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান বলেন, আমাদের সবাইকে বেশি করে সামাজিক জনকল্যাণমুখী কাজ করে যুব খেলাফত মজলিসকে পটুয়াখালী জেলার প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে দিতে হবে যার মাধ্যমে শক্তিশালী কর্মী বাহিনী তৈরি করে মাওলানা মামুনুল হকের হাতকে শক্তিশালী করে দ্বীন বিজয়ের পথ সুগম করতে হবে। বিশেষ অতিথি হিসেবে সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবদুল্লাহ আশরাফ বলেন, যুব মজলিস কে শক্তিশালী করার জন্য জেলা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত দাওয়াতি মিছিল করতে হবে। যুব মজলিস এর কার্যক্রম কে গতিশীল করার জন্য পটুয়াখালী জেলা, উপজেলা সহ বিভিন্ন ইউনিট প্রধানদের দায়িত্বশীল হওয়ার আহবান জানা যার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন সহজ হয়। পটুয়াখালী জেলা যুব খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মহিউদ্দিন আফসারীর সভাপতিত্বে জেলা যুব মজলিসের সহ সভাপতি মাওলানা আবদুল্লাহ এর সঞ্চালনায় এ মজলিস অনুষ্ঠিত হয়।তা’লিমী মজলিসে আরও উপস্থিত ছিলেন জেলা যুব খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাক, প্রকাশনা সম্পাদক মাওলানা আবু মুসা, বায়তুল মাল সম্পাদক হাফেজ মুহাম্মাদ বায়জিদ পটুয়াখালী সদর উপজেলার সভাপতি মাওলানা আবদুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা কেফায়েত উল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু সাঈদ, প্রচার সম্পাদক হাফেজ বায়েজিদ সহ পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।