আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
আজ ৮ মহরম, ১৪৪৭ হিজরি, রোজ জুম্মাবার এ চট্টগ্রাম মহানগরীর কমার্স কলেজ রোড়স্থ মতিয়ারপোলের ঐতিহ্যবাহী এয়ারআলী জামে মসজিদের সন্মানিত খতীব হিসেবে বিশিষ্ট ইসলামিক স্কলারর্স মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রিজভী সাহেব দায়িত্ব নেওয়ার প্রাক্কালে সন্মানিত খতীব সাহেবকে ফুল দিয়ে বরণ নেন এয়ারআলী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী মুহাম্মদ আলী সওদাগর, মোতোয়াল্লি হাজী মহসিন আলী, সহকারী মোতোয়াল্লি হাজী নওশাদ আলী, সহ-সভাপতি হাজী শাহজাহান বাবুল, হাজী ইব্রাহিম বদো, নুর আলী সদ্দার, আবদুল মান্নান, সহ -সভাপতি ও স্বাধীন সূর্যোদয় পত্রিকার চট্টগ্রাম মহানগর প্রতিনিধি হাজী আবদুর রহিম, সহ-সভাপতি রাশেদ মোর্শেদ, কোষাধ্যক্ষ ইয়াছিন আলী, হাজী আলমগীর, মুহাম্মাদ শাহীন, উপদেষ্টা হাজী কাজী ইমাম হোসেন, আনোয়ার আলী, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ জসীম, আরমান আলী, মোস্তাফিজুর রহমান সজীবসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ। আজকের পবিত্র খুতবায় মুফতী আবুল হাসান মুহাম্মদ ওমাইর রিজভী সাহেব পবিত্র আশুরার দিনের ফজিলত ও মর্যাদা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। জুম্মার নামাজের পর মিলাদ, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে সমাজ, রাষ্ট্র এবং সমগ্র মুসলিম মিল্লাতের জন্য মহান আল্লাহ দরবারে দোয়া কামনা করা হয়।