মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি) নওগাঁর রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ডাক্তারের কক্ষের ভিতর থেকে বহিরাগত ডায়াগনস্টিক সেন্টারের মাঠকর্মী পরিচয় দেওয়া এক মহিলাকে রোগীর হাত থেকে কেড়ে নেওয়া প্রেস্ক্রিপশনসহ পাকড়াও করেছে গণমাধ্যমকর্মীরা।
রবিবার (১লা ডিসেম্বর) সকাল সাড়ে দশটা নাগাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো: কুদ্দুস প্রাং এর কক্ষ হতে রাজ ডায়াগনস্টিক সেন্টারের মাঠকর্মী পরিচয় দেওয়া ওই মহিলাকে হাতেনাতে ধরেছে গণমাধ্যমকর্মীরা।ডায়াগনস্টিক সেন্টারের মাঠকর্মী পরিচয় দেওয়া ওই মহিলার নাম মোছা: ফুরতুন বিবি। তিনি রাজ ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত আছেন বলে জানিয়েছেন। ফুরতুন বিবি বলেন ‘শুধু আমি একা না, বরং ইনোভা, আল শিফা ইত্যাদি ডায়াগনস্টিক সেন্টারেরও দুই এক জন কর্মী সব সময় মেডিকেলের ভিতরে থাকেন। মেডিকেলে কর্মরত ডাক্তারদের সাথে রয়েছে তাদের দহরমমহরম সম্পর্ক। ডা. আব্দুল কুদ্দুস, ডা.আগাইন সানিয়াত(রানা)সহ এমন বেশ কয়েকজন ডাক্তার প্রায় ৫০%কমিশনে রোগীদের অপ্রয়োজনীয় টেস্ট দেয় এবং বাইরের ডায়াগনস্টিক সেন্টারে পাঠায়।’
মেডিকেলে চিকিৎসা নিতে আসা এক রোগী ময়না বিবি বলেন ‘আমি মাঝে মধ্যেই ঔষুধ নিতে এখানে আসি। এবং প্রায়ই বহিরাগত দালালচক্রের লোকদের প্রেস্ক্রিপশন নিয়ে টানাটানির শিকার হই।’
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা. কে এইচ এম ইফতেখারুল আলম খান বলেন, ‘ আমি এ বিষয়ে অবহিত হওয়ার পরের আমার উর্ধতন কর্মকর্তাকে জানিয়েছি। এবং তিনি দ্রুতই ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।’
এ বিষয়ে রানীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিন বলেছেন ‘আমি প্রমানসহ অভিযোগ পেয়েছি৷ দ্রুতই দালাল চক্রের বিরুদ্ধে আইনিপদক্ষেপ গ্রহন করে মেডিকেল চত্ত্বরকে দালাল মুক্ত করা হবে।’