মোঃ মিলন সরকার ( কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর রঙ্গারটেক নামক এলাকায় মঙ্গলবার ৩ ডিসেম্বর নিজ বাসায় দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত হলেন, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের তালতলী এলাকার অভিনাশের মেয়ে অরিদ্রা (১৫)। তিনি মালেক চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।
রঙ্গারটেক স্থায়ী এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সফিপুরের রঙ্গার টেক এলাকায় নিজ বাসার সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি পেঁচিয়ে মৃত্যু বরন করেন অরিদ্রা । তিনি মালেক চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের নিয়মিত দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার ৩ ডিসেম্বর দিবাগত সকাল ১১.৩০ মিনিটের দিকে ফাঁসিতে ঝুঁলে মৃত্যুবরণ করেন ।
কিন্তুু নিহত পরিবারের সদস্য পুলিশকে কোন খবর না জানিয়ে গ্রামের বাড়ি গাজীপুর উপজেলার মৌচার ইউনিয়ন তালতলী এলাকায় নিয়ে যাওয়া হয় নিহতের লাশ । বিশ্বস্ত গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ সদস্য ওই নিহত এর গ্রামের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার অপারেশন (ওসি) যোবায়ের আহমেদ জানান, আমরা গোপন সূত্রে এই শিক্ষার্থীর মৃত্যু’র খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদতাজ উদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে মর্গে পাঠিয়ে দিয়েছি। বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।