1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ১২ মে ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

যমুনা সার কারখানা চালুর দাবিতে গণ অধিকার পরিষদের মানববন্ধন

রাইসুল ইসলাম খোকন, (স্টাফ রিপোর্টার )
  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

রাইসুল ইসলাম খোকন, (স্টাফ রিপোর্টার ): জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কারখানার প্রধান ফটকের সামনে গণ অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার আয়োজনে ও গণ অধিকার পরিষদ সরিষাবাড়ী শাখার সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শীঘ্রই যমুনা সার কারখানা চালু করা না হলে শিল্প মন্ত্রণালয়সহ প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবেন বলে হুশিয়ারি দেন। বক্তারা আরও বলেন, দীর্ঘদিন যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ থাকায় বিভিন্ন মূল‍্যবান যন্ত্রাংশ নষ্ট হয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। সার কারখানা থেকে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, রাজবাড়ী ও উত্তরবঙ্গসহ ২১টি জেলায় সার সরবরাহ বন্ধ রয়েছে। ফলে পরিবহন শ্রমিকরা তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর ভাবে দিনাতিপাত করছেন। তাই কারখানা চালু করে ইরি বোরো মৌসুমে সার সংকট থেকে রক্ষা করাসহ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান স্বাভাবিক করতে দ্রুত সার কারখানা চালু করার দাবি জানান বক্তারা। পরে কারখানার গেট একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশের সভাপতিত্ব করেন‌ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইকবাল হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসাইন, সহসভাপতি আল-আমিন মণ্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মোহন, অর্থ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আল-আমিন মিলু, সদস্য সচিব আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, সহসাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম সাগর, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাঈম ইসলাম প্রমুখ।
সমাবেশ সঞ্চালনা করেন জেলা গণঅধিকার পরিষদের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম শাহীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট