মোঃ লিমন আলী (সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি) সিরাজগঞ্জে বাস ট্রাকে সংঘর্ষে আহত হয়েছেন বাস ও ট্রাক ড্রাইভার যাত্রি সহ আহত ১০ জন। সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন চন্ডদাসগাতি রেউলি ব্রিজের পশ্চিমে এই দূর্ঘটনা ঘটেছে।
আজ (১৫ ই ডিস্বেবর) রবিবার সকাল ছয়টা সময় সিরাজগঞ্জ থেকে জেনিন বাস সিরাজগঞ্জ জেলা ত্যাগ করার উদ্দেশ্যে রাজশাহী দিকে রওনা দিলে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন চন্ডদাসগাতি বাজারে আগে একটি এসসি আই কম্পানির খ্যাদ্য বহনকারী ট্রাকের ধাক্কায় ট্রাক বাস চালকসহ আহত বেশ কয়েকজন।
ঘটনার কিছুক্ষণ পর বাংলাদেশ সিভিল সার্জেন ফোন করা হলে তারা কিছু সময়ের মধো তাঁরা উদ্ধার কাজ শুরু করে । উদ্ধার কাজ চলমান সময় ট্রাকের ড্রাইভার কে অজ্ঞান অবস্থায় ট্রাকের ইঞ্জিন কেটে বের করা হয়েছে। পরে তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে।