মোঃ হাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর)
আজ(১৪ডিসেম্রর ২০২৪) ইং রোজ শনিবার আনুমানিক বিকাল ৪ ঘটিকায় সময় টাংগাইল মধুপুর উপজেলাধীন চাড়ালজানি নামক স্থানে ছিনতাইকারীর হামলার শিকার হন, মোঃ রাশেদ মিয়া,(৩৫)
পিতা আবুল কাসেম,ও মোসাম্মৎ সাহানাজ (৩০)স্বামী রাশেদ গ্রাম পূর্ব বাকুলিয়া ডাকঘর, চকবাজার বাকলিয়া সিটি চট্টগ্রাম
রাশেদ মিয়া জানান, শাকিল (৪০)নামক এক ব্যক্তি কলা বাগান বিক্রি করবে বলে জানান। আমি একমাস পূর্বে কলাবাগান দেখে যাই। পরবর্তীতে শাকিল ও শামীম (৩৮) উভয়ের বাড়ি মধুপুর বলে জান নামে দুইজন ব্যক্তি আমাকে বারবার মোবাইল করে। কলাবাগান বিক্রি করবে বলে জানান।টাকা নিয়ে আসতে বলে। তাই আমি আমার স্ত্রী শাহনাজ আরো দুজন নিয়ে চিটাগাং হতে মধুপুর আসি। বাগান পূর্বের অবস্থায় না থাকায়, আমি বাগান ক্রয় করব না বলে জানাই। চলে আসার পথে চাড়ালজানি নামক স্থানে পৌঁছালে শামীম ও শাকিলসহ আরো, ৩/৪জন ব্যক্তি আমাদের উপর আক্রমণ করে।হামলা করে আমাকে ও আমার স্ত্রীকে আহত করে ৪ লক্ষ ৩৫ হাজার টাকা একটি স্মার্ট মোবাইল নিয়ে দ্রুত সিএনজি দিয়ে চলে যায়। রাস্তায় যাতায়াতরত এক ব্যক্তি আমাদেরকে সেখান থেকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পৌঁছে দেন।দায়িত্ব চিকিৎসক,জানান মাথায় আঘাত ও হাঁটুতে আঘাত বেশ গুরুতর থাকায় ভর্তি করে বেডে স্থানান্তর করেন।এ ব্যাপারে মধুপুর থানা একটা মামলা দায়ের করা হয়েছে। দায়িত্বরত ইন চার্জ মো়ঃ শহিদুল ইসলাম জানান, দ্রুতই হামলাকারীদের পরিচয় সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। (ছবি ইমু সংগ্রহ করা )