মোঃ মাহবুবুর রহমান সোহেল(স্টাফ রিপোর্টার): মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদের নেতৃত্বে এক বিশাল র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে মহান বিজয় দিবস উপলক্ষে পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিশাল আনন্দ র্যালি বের করা হয়েছে। র্যালিটি সফিপুর বাজার থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে চন্দ্রা এলাকায় এসে মিলিত হয়। এরপর সফিপুর বাজারে এসে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ সহ আরও অনেক নেতাকর্মি