সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার): আগামী জুলাই থেকে পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, আন্দোলনরত চিকিৎসকরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন। তবে ভাতা ৩০ হাজার টাকা করা এবং জুলাই থেকে তা বাড়ানোর প্রতিশ্রুতির ভিত্তিতে তারা কর্মসূচি স্থগিত করেছেন।
রবিবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি, আন্দোলনরত চিকিৎসকদের পক্ষ থেকে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির নেতারা এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে জড়ো হন ট্রেইনি চিকিৎসকরা এবং পরে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি পাওয়ার পর তারা স্বাস্থ্যসেবায় ফিরে যাওয়ার ঘোষণা দেন।