নাজমুল ইসলাম (মির্জাপুর উপজেলা প্রতিনিধি) :টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতি কালে আন্তজেলা ডাকাত দলের ৮ নারীসহ ১০জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ | শনিবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম শানতু এই বিষয়টি নিশ্চিত করেন |
গ্রেফতারকৃতরা হলেন সুরত মিয়া(৩৮), সেলিম সরকার (৩৭),সোনিয়া আক্তার (২১), তাসলিমা আক্তার (৩২),আছমা বেগম (৩০),মোসাম্মৎ আলেয়া বেগম (৩৭),মোসাম্মৎ রিফা আক্তার (২৬),আকলিমা বেগম (৪০),সেলিনা বেগম (৩২),জুলেখা বেগম (৩১)|সুপার সাইফুল ইসলাম শানতু জানান, গ্রেফতারকৃত রা শুক্রবার রাতে গাজীপুরের শালনা থেকে একটি মাইক্রো বাস নিয়ে মির্জাপুরের সোহাগপুর এলাকায় এসে একটি হিন্দু বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল | নারী দলের সদস্যরা শাখা সিঁদুর পড়ে হিন্দু নারীর বেশ ধারণ করে | এর সময় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একদল পুলিশ এসে অভিযান চালিয়ে ডাকাতদের আটক করতে সক্ষম হয় | তাদের ব্যবহৃত মাইক্রোবাস টিও জব্দ করা হয়েছে | জেলা গোয়েন্দা পুলিশের এসআই মনির হোসেন বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা করেছে |পুলিশ সুপার আরও জানান গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন বিভিন্ন বাড়িতে ডাকাতির আগে সে বাড়ির বিভিন্ন তথ্য তারা সংগ্রহ করে বলে স্বীকার করেছেন | ডাকাত দলে থাকা জড়িতদের খুঁজে বের করতে পুলিশি অনুসন্ধান অব্যাহত থাকবে |এবং প্রত্যেকটি এলাকার জনগণকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে|