মোঃছায়েদ আলী(শ্রীমঙ্গল প্রতিনিধি):শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থার-৮৯তম ফ্রী ক্যাম্পেইন, আয়োজন করা হয়েছে। ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অদ্য-০১/(জানুয়ারি ২০২৫খ্রিঃ রোজ বুধবার) দুপুর ১২ঘটিকা থেকে বিকাল ০৩ঘটিকা পর্যন্ত- দেওয়ান শামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কলেজ রোডে অনুষ্ঠিত হয় ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, স্বেচ্ছায় করি রক্তদান
হাসবে রোগী,বাঁচবে-প্রাণ
বিনামূল্যে ১৫০ জন ছাত্র ছাত্রীও অবিভাবকদের বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া,
উক্ত ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে ক্যাম্পিং পরিচালনা করেন, শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সদস্য-বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, শিক্ষিকা, ও ছাত্র-ছাত্রীদের অভিভাবক, বললেন আমরা এবং আমাদের বাচ্চাদের ফ্রী রক্তের গ্রুপ জানিয়ে দেওয়ায় আমরা অনেক খুশি, আরো বললেন শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগ, গুলো অনেক ভালো-আমরা স্বেচ্ছায় করি রক্তদান হাসবে রুগী বাঁচবে প্রাণ, রক্তদান মহৎ একটি কাজ, আসুন আমরা সবাই স্বেচ্ছায় করে রক্তদান আপনার রক্তে বাঁচতে পারে,একটি রোগীর প্রাণ- (আয়োজনে শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থা)