মোঃহাফিজুর রহমান উপজেলা প্রতিনিধি মধুপুর : আজ (২জানুয়ারি ২০২৫) ইং রোজ বৃহস্পতিবার, টাঙ্গাইল মধুপুর উপজেলার গ্রামগঞ্জ মানুষের জানান দুদিন দেখামেলেনি সূর্যের আলো বিপাকে আছে খেটে খাওয়া মানুষ। বাংলাদেশের ঢাকা বিভাগের আওতাধীন টাঙ্গাইল জেলা ।এ জেলা বনাঞ্চল নামে পরিচিত মধুপুর উপজেলা । ইতিপূর্বে বছরে মধুপুর পাহাড়ি বনাঞ্চল কাছে হওয়ার কারণে এত তীব্র শীত আসে নাই। কিন্তু গত দুদিন ধরে প্রচন্ড ঠান্ডা। সারাদিন হিমেল বাতাস রাত্রে ঠান্ডায় কাঁপছে মধুপুর উপজেলা বাসি। সন্ধ্যা হওয়ার সাথে প্রচন্ড ঠান্ডা নেমে আসে। রাত্রে এবং সকালে বৃষ্টির মত টিপ টিপ পানি পড়তে থাকে। টাঙ্গাইল মধুপুর উপজেলার গ্রাম অঞ্চলের বাসিন্দা গণমাধ্যম কর্মীদের জানান, গত দুইদিন ধরে সূর্যের দেখা মিলেনি অতিরিক্ত ঠান্ডার কারণে আমরা আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করতেছি।খেটে খাওয়া মানুষ, ভ্যান, অটো চালকরা জানান অতিরিক্ত ঠান্ডার কারণে পরিবার-পরিজন নিয়ে খুবই কষ্টে আছি। ঠান্ডার কারণে আয় উপার্জন কমে গেছে। মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি হতে বের হয় না। অতিরিক্ত ঠান্ডার কারণ ইনকাম তুলনা মূলকভাবে অনেক কমে গেছে। যে পরিমাণ টাকা ইনকাম হয়, তা দিয়ে পরিবার চালানো খুবই কষ্টকর। মধুপুর সদর হাসপাতালে গিয়ে দেখা যায় অতিরিক্ত ঠান্ডার কারণে নিমোনিয়া, জ্বর, সর্দি,কাশি এবং স্টকজনিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে।আবহাওয়া অফিস জানিয়েছে আরো দু চার দিন এই আবহাওয়া থাকতে পারে।গৃহপালিত পশু না-না বিত রোগে আক্রান্ত হচ্ছে।তবে বাজারে দেখা যাচ্ছে শীতের কাপড়ের দোকান গুলোতে উপচে পড়া ভিড়।