গোয়াইনঘাট প্রতিনিধি :
ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের পরিচিতি সভা শনিবার (০৪ জানুয়ারী) মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
পরিষদের সভাপতি জনাব কামরান আহমদ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক বিলাল উদ্দিন চৌধুরী ও সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ মামুনুর রশিদের যৌথ সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সরকারি কলেজের অধ্যক্ষ জনাব মু.জিল্লুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালাবাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, আঙ্গারজুর আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হেলাল আহমদ, বঙ্গবীর এম এ জি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শফিকুর রহমান, আঙ্গারজুর আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা আতাউর রহমান,ফুলতলী কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুল কাদির কাদির আল হাসান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা মাওলানা মুহাম্মদ আলী, সহ সভাপতি আবু সাইদ,মুহাম্মদ কামাল উদ্দিন, নাজির আহমদ, এনামুল হক,হাফিজ আলী আহমদ, মাওলানা শামীম আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন আঙ্গারজুর আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল আলম, কোষাধ্যক্ষ হাফিজ মাওলানা গুলজার আহমদ, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, সাদিকুর রহমান তানিম,আসরার আহমদ শিমুল প্রমুখ।