1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সমুদ্র দখল করে ভাড়া তুলে খাচ্ছেন নিঝুম দ্বীপের নেতারা

সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
নিঝুম দ্বীপের চারপাশের সমুদ্র অঞ্চল দখলের ঘটনায় স্থানীয় জেলেরা চরম বিপাকে পড়েছেন। বঙ্গোপসাগরের এই এলাকায় মাছ ধরার জন্য জেলেদের মোটা অংকের ভাড়া দিতে বাধ্য করা হচ্ছে বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা এই দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছেন।

নিঝুম দ্বীপের জেলে আব্দুল মান্নান জানান, সমুদ্রে মাছ ধরার জন্য প্রয়োজনীয় জায়গা পাওয়া যাচ্ছে না, কারণ তা প্রভাবশালীরা দখলে নিয়েছেন এবং ভাড়া হিসেবে অনেক টাকা দাবি করছেন। অনেকেই মাছ ধরার জায়গা না পেয়ে বেকার বসে আছেন।

নিঝুম দ্বীপের অধিকাংশ জনগোষ্ঠী মৎস্যজীবী হলেও রাজনৈতিক দখলদারিত্বের কারণে তারা নিজেদের পেশায় টিকে থাকতে পারছেন না। জানা গেছে, বিগত সরকারের সময় এই সমস্যা শুরু হলেও বর্তমানে ক্ষমতার পালাবদলে নতুন দখলদাররা জেলেদের ওপর একই শোষণ চালাচ্ছেন।

এ প্রসঙ্গে স্থানীয় বৈষম্যবিরোধী আন্দোলনের একজন নেতা জানান, মেরিন প্রোটেক্টেড এরিয়া আইনসহ বিভিন্ন বিধি কাজে লাগিয়ে এই দখলদারিত্ব পরিচালিত হচ্ছে। অভিযোগ রয়েছে, যারা এর বিরুদ্ধে কথা বলতে চান তাদের বিভিন্নভাবে হুমকি ও মামলায় জড়িয়ে দেওয়া হয়।

নোয়াখালীর জেলা প্রশাসক এই বিষয়টি অস্বীকার করে বলেন, তিনি এমন অভিযোগ আগে পাননি এবং এ বিষয়ে তদন্ত করার জন্য কোস্টগার্ডকে দায়িত্ব দেবেন।

জেলেদের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দিতে এবং সমুদ্রের দখলদারিত্ব বন্ধ করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট