রায়হান শেখ,মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে লায়ন জিয়াউর রহমান শেখকে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়ায় উপজেলা যুবদলের উদ্যোগে এক আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় মিছিলটি উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত হয় একটি সংক্ষিপ্ত আলোচনা সভা।
সভায় বক্তারা লায়ন জিয়াউর রহমান শেখকে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণের জন্য যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে দলকে আরও সুসংগঠিত করতে তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, যুগ্ম আহ্বায়ক শেখ সাহেদ আলী, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়াসহ স্থানীয় যুবদল ও বিএনপির নেতৃবৃন্দ।