মোঃ সাজেদুর রহমান:স্টাফ রিপোর্টার পত্নীতলা (নওগাঁ)
নাম মোঃ আনারুল ইসলাম
গ্রাম পশ্চিম বোরাম
পোস্ট: কাঁটাবাড়ী
থানা পত্নীতলা, জেলা নওগাঁ
মোঃ আনারুল ইসলাম সে ২০২০ইং সালে মোবাইল ব্যাংকিং রকেট কোম্পানিতে চাকরি করা অবস্থায় মটরসাইকেল দুর্ঘটনায় মেরুদন্ডের হাড় ভেঙে যায়। বাংলাদেশ এবং ভারত চিকিৎসা করে প্রায় ২৫ লক্ষ টাকা খরচ হয়। চিকিৎসা করলেও তিনি পুরোপুরি সুস্থ হতে পারেনি। এই চিকিৎসার করতে গিয়ে তার ভিটা মাটি সহায় -সম্বল সব শেষ করে দেয়। সুস্থ না হওয়ায়
দীর্ঘদিন বিছানায় পরে থেকে শরীরের বিভিন্ন অংশে ঘা বের হয়ে ছিদ্র হয়ে যায়। বর্তমানে তার শরীরের বিভিন্ন অংশে প্যারালাইসিস হয়ে গেছে। এখন তিনি চিকিৎসার অভাবে মানবতার জীবন যাপন করছেন। নিরুপায় হয়ে তিনি জীবন বাঁচাতে সমাজের সকলের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন।
সমাজের বিত্তবানদের নিকট আহ্বান
আসুন আমরা যে যা পারি ভাইটির জীবন বাঁচাতে সাহায্য করি।
মোঃ আনারুল ইসলাম
মোবাইল নাম্বার
01744623720