মোঃ সফিউল আলম (অনলাইন প্রতিনিধি), দিনাজপুর
আজ ১০ জানুয়ারি, ২০২৫, সন্ধ্যার দিকে দিনাজপুর জেলার অন্তর্গত বোচাগঞ্জ উপজেলার রাম দাস পাড়া এলাকার DN অটো রাইস মিলের সামনে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুজন যুবক মোটরসাইকেল নিয়ে একটি অটোকে ওভারটেক করার চেষ্টা করছিল। এসময় তারা বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের নিচে চলে আসে।
এ দুর্ঘটনায় যুবকদের পা ভেঙে গুড়ো হয়ে যায় এবং তারা গুরুতর আহত হয়। স্থানীয় কিছু হৃদয়বান ব্যক্তি তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরে কর্তৃপক্ষ তাদের মুমূর্ষু অবস্থায় দিনাজপুরের হাসপাতালে রেফার করে।
বাস চালকের কোন দোষ ছিল না, কারণ ঘটনাটি মোটরসাইকেল আরোহীদের অতি দ্রুত গতিতে ওভারটেক করার চেষ্টা থেকে ঘটেছে। দুর্ঘটনাটি একটি অনাকাঙ্ক্ষিত ও দুর্ভাগ্যজনক ঘটনা ছিল, যেখানে বাস চালক কোনোভাবে দায়ী নয়।
আহতরা হলেন ২নং- ইশানিয়া ইউনিয়নের জিনোর গ্রামের বিজয় চন্দ্র রায়ের পুত্র শান্ত ও একই ইউনিয়নের রামপুর গ্রামের বসবাস করি দুলু চন্দ্র রায়ের পুত্র নির্মল। দুজনেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তবে শান্তর অবস্থা আশঙ্কজনক। আহত শান্তর পিসা সেতাবগঞ্জ পৌরসভার মালিপাড়া নিবাসী বলেন চন্দ্ররায় বিষয়টি নিশ্চিত করেছেন।